ইন্সটলেশন

React শুরু থেকেই gradual adoption এর জন্য সাজানো হয়েছে। আপনার যতটুকু কম বা যতটুকু বেশি প্রয়োজন React ব্যবহার করতে পারেন। আপনি হয়ত কেবল React এর স্বাদ চান, বা একটা HTML পেইজে কিছু interactivity যুক্ত করতে চান, অথবা একটা জটিল React-powered অ্যাপ বানাতে চান, এই সেকশন থেকে শুরু করতে পারেন।

React এর স্বাদ নিয়ে দেখুন

React নিয়ে খেলবার জন্য আপনাকে কিছু ইনস্টল করতে হবে না। এই স্যান্ডবক্স এডিট করার চেষ্টা করে দেখুন।

function Greeting({ name }) {
  return <h1>Hello, {name}</h1>;
}

export default function App() {
  return <Greeting name="world" />
}

এটা আপনি সরাসরি এডিট করতে পারেন অথবা ডান পাশে উপরে কোণায় থাকা “ফর্ক” বাটন চেপে একটা নতুন ট্যাবে খুলতে পারেন।

React ডকুমেন্টেশনের বেশির ভাগ পেইজেই এমন স্যান্ডবক্স রয়েছে। React ডকুমেন্টেশনের এর বাইরে এমন অনেক অনলাইন স্যান্ডবক্স আছে যেগুলো React ব্যবহার সমর্থন করঃ উদাহরণস্বরূপ, CodeSandbox, StackBlitz, অথবা CodePen।

আপনার কম্পিউটারে React চালাবার জন্য এই HTML পেইজটি ডাউনলোড করুন। এটা আপনার এডিটরে খুলুন এবং আপনার ব্রাউজারে খুলুন।

একটি React অ্যাপ তৈরি করা

আপনি যদি একটি নতুন React অ্যাপ শুরু করতে চান, তাহলে একটি recommended framework ব্যবহার করে একটি React অ্যাপ তৈরি করতে পারেন

একটি React অ্যাপ শুরু থেকে তৈরি করুন

যদি একটি framework আপনার প্রজেক্টের জন্য উপযুক্ত না হয়, আপনি নিজের framework তৈরি করতে চান, অথবা কেবল একটি React অ্যাপের মূল বিষয়গুলো শিখতে চান তাহলে আপনি একটি React অ্যাপ শুরু থেকে তৈরি করতে পারেন

ইতোমধ্যে বানানো একটি প্রজেক্টে React যুক্ত করুন

যদি আপনার ইতোমধ্যে আছে এমন একটি অ্যাপ বা ওয়েবসাইটে React ব্যবহার করতে চান তাহলে সেটায় React যুক্ত করুন

খেয়াল করুন

আমার কি Create React App ব্যবহার করা উচিত?

না। Create React App deprecated করা হয়েছে। আরো তথ্যের জন্য, Sunsetting Create React App দেখুন।

এর পরের ধাপ

React এর সবচেয়ে জরুরী ধারণাগুলো আপনার প্রতিদিন মুখোমুখি হবে সেগুলো সম্বন্ধে জানতে কুইক স্টার্ট গাইডে চলে যান।